Date : 2024-04-26

চোখের নীচের কালি দূর করার উপায়

রিমিতা রায়, নিউজ ডেস্ক : আপনি কী খুব চিন্তায় আছেন? তার প্রভাব পড়ছে আপনার শরীরে? চোৎখের তলায় পড়ছে কালো দাগ? এই সমস্যা অনেকের কাছেই বড় সমস্যা। চিন্তার অন্যতম কারণ হয়ে ওঠে। মূলত মানসিক চাপ, কাজের চাপে প্রায় কমবেশিই প্রত্যেকেই এই সমস্যায় পড়েন। এর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা নানা ক্রিম ব্যবহার করি। নানারকম টোটকা রয়েছে সেগুলোও ব্যবহার করি। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলে না। চোখের তলায় দুধরণের দাগ দেখা যায়। একটা লালচে বাদামী রঙের, আরেকটা কালো রঙের। এই দাগের কারণগুলিও নানারকম। লালচে বাদামী দাগ জিনগত সমস্যার কারণে হয়। বংশগত এই সমস্যা রয়েছে তারা কমবেশি এই সমস্যায় ভুগে থাকেন। পরিবারের অনেকেরই এই সমস্যা দেখা যায়। কিন্তু চোখের তলায় কালো দাগ কেন পড়ে? চোখের তলায় কেন কালি পড়ে সেটা কখনও ভেবে দেখেছন? আমাদের চোখের নিচে যে ত্বক রয়েছে তার নিচে অনেক রক্তনালী রয়েছে। সেগুলি যত বড় হতে থাকে ততই চোখের নিচ কালো হতে থাকে।

চোখের নিচে দাগের অন্যতম বড় কারণ মানসিক চাপ, অত্যাধিক টেনশন। ঘুম শরীরের জন্য অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণ না ঘুমালেও চোখের নিচে দাগ পড়ে। চোখের নীচের দাগ সরাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে। কীভাবে এই দাগ দূর করবেন জেনে নিন এর সহজ উপায়। শসা এই সমস্যা দূর করতে সাহায্য করে। শসা কেটে দশ মিনিট চোখের উপরে আসুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুবার করে এটি একটানা ব্যবহার করুন। শুধু চোখেই নয়, শসার সঙ্গে লেবুর রস মিশিয়ে টানা একসপ্তাহ ব্যবহার করে দেখতে হবে। এইভাবে ত্বকের সাধারণ রংও ফিরে আসবে ধীরে ধীরে।আলুর স্লাইস চোখের উপর লাগিয়ে দশ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু থেতো করে চোখের উপর লাগান । একম করে ১০-১৫ মিনিটি রেখে ধুয়ে ফেলুন। তাহলেও অনেকটা সুরাহা মিলবে। আবার ১ চামচ টমেটোর রস ১ চামচ লেবুর রস মিশিয়ে চোখের নীচে লাগিয়ে রাখুন। ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন ২ বার করে লাগান। দেখবেন চোখের তলার কালো ভাব কমে যাবে। এইভাবেই কিছু ঘরোয় উপায় এই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি।