Date : 2024-03-29

ছেলে সহজকে নিয়ে পরিচালনায় রাহুল

রিমিতা রায়, নিউজ ডেস্ক : পরিচালনায় আসতে চলেছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন ধরেই রাহুলের ইচ্ছে ছিল ছবি পরিচালনার। অবশেষে সেই ইচ্ছা তাঁর পূর্ণ হতে চলেছে। ক্যামেরার সামনের বদলে এবার ক্যামেরার পিছনে কাজ করবেন তিনি। আর এবার সেই পরিকল্পনার অবসান হতে চলেছে। অভিনয়ের পাশাপাশি লিখতেনও তিনি। অবশেষে অপেক্ষার অবসান। রাহুল তার প্রথম পরিচালনা নিয়ে একেবারে প্রস্তুত। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই রাহুল তার ছবি কলকাতা ৯৬-র শুটিং শুরু করতে চলেছেন।এই ছবি রাহুলের কাছে সব দিক থেকেই বিশেষ। কারণ এই ছবি দিয়ে পরিচালনায় ডেবিউ করছেন অভিনেতা। আর এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবে তাঁর ছেলেও। প্রথম পরিচালিত ছবিতেই অভিনয় করবে ছেলে সহজ।জানা গিয়েছে, ছবিতে সহজের বয়সী একটি চরিত্র রয়েছে। আর সেই চরিত্রেই ছেলেকে নিয়ে ছবি করার কথা ভেবেছেন বাবা। প্রথম পরিচালিত ছবি দিয়েই সহজকে অভিনয় শেখাতে চান রাহুল। তাই এই সিদ্ধান্ত। রাহুল –প্রিয়াঙ্কা জুটি অনেকেরই ভীষণ প্রিয়। পরিচালক রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। সেই ছবিটি আজও বহু মানুষের মনে রয়ে গিয়েছে। বলাই যায়, চিরদিনই তুমি যে আমার ছবিতে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা সরকার। রিল থেকে রিয়েল লাইফে গড়ায় সম্পর্ক। বিয়ে করেন রাহুল প্রিয়াঙ্কা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন দুজন।। আর তার মাঝখানে ছোট্ট সহজ। ছবির নাম কলকাতা ৯৬। কিন্তু ছবির নাম কলকাতা ৯৬ কেন?কি ভেবেছেন পরিচালক? জানা গিয়েছে, এই ছবি তিন দিনের একটি গল্প তুলে ধরবে। দক্ষিণ কলকাতার এক বাঙাল পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই রাহুলের ছবি। ছবির অন্যতম বিষয়, ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে প্রথম সেঞ্চুরি।