Date : 2024-04-25

সরস্বতী পুজোতে সংস্কৃতি কলেজ ও বিশ্ববিদ্যালয় সেজে উঠল ‘আমার কলকাতা’ থিমে

নাজিয়া রহমান, রিপোর্টার : ৩ রা ফেব্রুয়ারি খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাকদেবীর আরাধনার মাত্র দুদিন আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলায় খুশি পড়ুয়ারা। একদিন মাত্র হাতে পাওয়ায় তারই মধ্যে করতে হয়েছে বীণাপানির পুজোর আয়োজন। প্রতি বছর সাড়ম্বরে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবীর পুজোর আয়োজন করা। দেবীর আরাধনার দিনই বিশেষ চমক থাকে এখানে। ২০২২এর চলতি মাসেই হেরিটেজের তখমা পেয়েছে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। তাই বাকদেবীর আরাধনা একটু বিশেষ ভাবে করতে চেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। হাতে সময় কম থাকায় আয়োজন কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রথমে একটু চিন্তিত থাকলেও সময়েই আয়োজন সম্পন্ন হয়েছে তাদের।

‘আমার কলকাতা’ এই থিমকে কেন্দ্র করে বাকদেবীর আরাধনার আয়োজন করেছিল সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই শিক্ষাপ্রতিষ্ঠান হেরিটেজের তখমা পেয়েছে। সেই সম্মনকে কুর্নিশ জানিয়ে শহর কলকাতার হেরিটেজ সম্মানিত ঐতিহ্য গুলিকে ফোটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। যা এক অন্যমাত্রা এনে দিয়েছিল সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রঙ্গনে। এবার প্রথমবার যজ্ঞ আর মঙ্গল আরাধনা একই সঙ্গে আয়োজন করা হয়ছিল এখানে। কলেজের পড়ুয়ারায় প্রতিবছর পুরোহিতের ভূমিকা পালন করে। এবারও এক ছাত্রই বিদ্যার দেবীর পুজো করেন। হাতে আর একটু সময় পেলে আরএকটু ভালো করে সাজানো হত আরাধনা প্রাঙ্গন বলেই জানান এক পড়ুয়া। তবে যায় হোক অল্প সময় হলেও দেবীর আরাধনায় যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে একত্রে অঞ্জলি দিতে পারা গেছে তাতেই আনন্দিত পড়ুয়ারা।