Date : 2024-04-25

বইমেলার বিশেষ প্যাভিলিয়নে লতা মঙ্গেশকর

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : লতা মঙ্গেশকর, যাকে বলা হয় মা সরস্বতীর শ্রেষ্ঠ সন্তান। বীনাপাণির আশীর্বাদ ধন্যা তিনি। আর কি আশ্চর্য সমাপতন! মায়ের বিসর্জনের দিনেই চলে গেলেন তার সেরা ‘সুর সাধিকা’। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাকে সম্মান জ্ঞাপন করার জন্য এবার কলকাতায় বইমেলায় প্রয়াত বিশিষ্টজনদের প্যাভিলিয়নে থাকবেন লতা মঙ্গেশকরও, এমনই ঘোষণা করল গিল্ড।

রবিবার গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বছরের বইমেলায় একটি বিশেষ প্যাভিলিয়ন করা হবে। বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৬ জন স্বনামধন্য ব্যক্তি যাদের আমরা হারিয়েছি তাদের সম্মান জানাতে একটি বিশেষ প্যাভিলিয়ন হবে। যেখানে থাকবে প্রয়াত লতা মঙ্গেশকরের ছবিও।

গত ১ মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন লতা। করোনা মুক্ত হওয়ার পরে মনে করা হচ্ছিল হয়তো এই যুদ্ধও জিতে যাবেন তিনি। কিন্তু না চিকিৎসকদের সমস্ত চেষ্টা, দেশবাসীর প্রার্থনা সব বিফলে করে না ফেরার দেশে ভারতের নাইটিংগেল লতা মঙ্গেশকর।