Date : 2024-04-19

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনা কাঁটা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল বিশ্ব। কিন্তু তারপরেই ওমিক্রনের হানায় কাবু হয়ে পড়ে বিশ্বের মানুষ। বিধ্বস্ত হয়ে পড়ে বিশ্বের পর্যটন। ওমিক্রন আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন পর্যটকরা। ব্যবসায় মার থেকে থাকেন পর্যটন ব্যবসায়ীরা। তবে আর চিন্তা নেই। ওমিক্রন আতঙ্ক কাটিয়ে ফের আশার আলো দেখছে পর্যটন ব্যবসা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত থাইল্যান্ড। থাইল্যান্ডে যাঁরা বেড়াতে যেতে চান সেসব পর্যটকদের জন্য সুখবর। এই মাস থেকে করোনার ডবল ডোজ নেওয়া পর্যটকরা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে বেড়াতে যেতে পারবেন। ফেব্রুয়ারি থেকেই কার্যকর হল এই নিয়ম। নয়া নিয়মে বিশ্বব্যাপী ওমিক্রন আতঙ্কে পর্যটকদের ক্ষেত্রে ভিসা-ফ্রি কোয়ারান্টাইন পলিসি তুলে নেওয়া হয়েছে। এরপরে নতুন নিয়ম কার্যকর হয়। টেস্ট অ্যান্ড গো স্কিমের মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারবেন থাইল্যান্ডে।

থাইল্যন্ডে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পর্যটন শিল্প একটি বিরাট হাতিয়ার। থাইল্যান্ড একটি জনপ্রিয় আন্তর্জাতিক পর্যটন স্থান তাই সারা বছরই এখানে ভিড় লেগে থাকে পর্যটকদের। করোনার বাড়বাড়ন্তের কারণে অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে দেশে। আশা করা হচ্ছে এই কোয়ারেন্টাইনমুক্ত ভিসা স্কিমের সূচনার মাধ্যমে পর্যটন-নির্ভর দেশগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই নতুন নিয়মে সুবিধাই হবে পর্যটকদের বলে মনে করা হচ্ছে। নভেম্বর থেকেই সরকারের এই নির্দেশিকা মেনে চলা হচ্ছে। সব ঠিক থাকলে, চলতি মাসে ২ থেকে ৩ লক্ষ মানুষ টেস্ট অ্যান্ড গো স্কিমের থাইল্যান্ডে ছুটি কাটাতে আসবেন বলে আশা করছে থাইল্যান্ড সরকার। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে। তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। পর্যটকদের করোনার সকল বিধি মানতে হবে। বিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে একটি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করতে হবে।পর্যটকদের করোনা টেস্ট করা হলে , তার রিপোর্ট না বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দরকার হলে একটি হোটেলে নিজেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখতে হবে।