মাম্পি রায়, নিউজ ডেস্ক : সামনেই ৫রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে বহু প্রতীক্ষিত বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি বলেন, স্বাধীনতার ৭৫ তম বছরে পেশ করা এই বাজেট, আগামী পঁচিশ বছরের দিশা দেখাবে। এর রূপরেখা তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের উপরে বিশেষ জোর দেওয়া হবে। বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ ৷
এক ঝলকে দেখে নেওয়া যাক, কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমছে –
দাম কমছে –
পোশাক
জুতো, ব্যাগ, চামড়াজাত দ্রব্য
বৈদ্যুতিন সামগ্রী
মোবাইল ফোনের চার্জার ও ক্যামেরা
স্মার্ট ওয়াচ
মেথানলের মতো রাসায়নিক
হিরে ও অন্যান্য রত্ন
কৃষি সরঞ্জাম
কানে শোনার মেশিন
কোকো বিন, হিং
হিমায়িত মাংস
দাম বাড়ছে –
বিদেশ থেকে আমদানি করা পণ্যসামগ্রী
ছাতা
ইমিটেশন জুয়েলারি
স্পিকার, হেডফোন, ইয়ারফোন
সোলার সেল ও মডিউল
এক্স- রে মেশিন
বাজেট পেশ হতেই কেন্দ্রের তীব্র সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য। বেকারত্ব ও মুদ্রাস্ফীতির জেরে পিষ্ট হতে থাকা সাধারণের জন্য কিছুই নেই এই বাজেটে। বড় বড় কথার আড়ালে কিছুই বোঝাতে পারেনি সরকার। এটি পেগাসাস স্পিন বাজেট।
টুইট করে মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, মোদী সরকারের জিরো সাম বাজেট। বেতনভোগী শ্রেণি, মধ্যবিত্ত, গরিব, বঞ্চিত, যুব সমাজ, কৃষক ও ক্ষুদ্র-মাঝারি শিল্পদ্যোগীদের জন্য কিছুই দিতে পারেনি সরকার।