Date : 2024-04-23

আদালতে ভুল তথ্য দেওয়ায় নির্দল প্রার্থীকে ৫০ হাজার টাকার জরিমানা

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার:- আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যের চার পুরসভা বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি নির্বাচন।সেই নির্বাচনের আগেই অস্বস্তিতে বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। মামলার বয়ান অনুযায়ী বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ নাগের তপশিলি জাতি শংসাপত্র আদৌ সঠিক কি না তা জানতে তদন্ত করতে ডিজিকে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
হাইকোর্টে আবেদনকারী তপন কুমার সাহা অভিযোগ করেন একজন জেনারেল বিভাগের হয়েও নিজেকে তপশিলি জাতির বলে দাবি করে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ নাগ। তিনি যে ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করছেনসেই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত।রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ করার পর কমিশন গত ৪ জানুয়ারি রিপোর্ট চায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককের কাছে। কিন্তু সেই রিপোর্ট না আসায় তার বিরুদ্ধে মামলা করেন তপন বাবু। তৃনমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিত নাগের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও আছে বলে অভিযোগ করেন আবেদনকারী। প্রধান বিচারপতিপ্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ ডিজিকে নির্দেশ দেন আদৌও তৃনমুলের ওই প্রার্থীর তপশিলি জাতি শংসাপত্র আসল কিনা তা যাচাই করতে। অন্যদিকে মামলাকারী নিজেও ওই ওয়ার্ড থেকে একজন নির্দল প্রার্থী সেই তথ্য গোপন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।