Date : 2024-03-29

মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ভোটের আবহে উত্তরপ্রদশে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োর মধ্যে পড়ে প্রাণ হারালেন অন্তত ১৩ জন। মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে। ঠিক কী হয়েছিল ঘটনা। সূত্রের খবর, উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায় ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে কুশিনগরের নওরঙ্গিয়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন আত্মীয়রা একজোট হয়েছিলেন একটি কুয়োর কাছে। হঠাৎ ঘটে যায় বিপত্তি। কুয়োর জরাজীর্ণ স্ল্যাব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে পড়ে যায় তারা। এই ঘটনায় চারিদিকে হুলুস্থুল কাণ্ড বেধে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, কুয়োর ভিতরে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন পড়ে যান। গ্রামবাসীরা উদ্ধারকাজে এগিয়ে আসে। প্রায় ১৫ জনকে উদ্ধার করা হয় কুয়োর মধ্যে থেকে। কিন্তু জলে ডুবে মারা গিয়েছে অন্তত ১৩ জন। কিন্তু কীভাবে ঘটে গেল এতবড় অঘটন। জানা গিয়েছে যে পাথরটি ভেঙে পড়ে গিয়েছিল, সেটি অত মানুষের ভারের ক্ষমতা নিতে পারেনি। পরে অ্যাম্বুল্যান্স আসতে কুয়োর ভিতর থেকে একে একে বের করা হয় নিথর দেহগুলি। ভোটের মুখে এই দুর্ঘটনা সাড়া ফেলে দিয়েছে উত্তরপ্রদেশ সরকারের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৄতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। সূত্রের খবর মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই দুর্ঘটনার খবর পৌঁছেছে কেন্দ্রীয় সরকার পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন। আহতদের চিকিতসার আশ্বাস দিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।