Date : 2022-10-05

জগন্নাথ সরকারের ওপর হামলা – কলকাতায় প্রতিবাদ বিজেপির শ্রমিক সংগঠনের

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : শনিবার রাতে দ্য কাশ্মীর ফাইলস সিনেমা দেখে ফেরার পথে আচমকা হামলা হয় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর। বোমা ছোঁড়া হয় তার গাড়ি লক্ষ্য করে। গলএরই প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখালেন বিজেপি শ্রমিক সংগঠনের নেতারা।

বিজেপির সদর দফতর থেকে মিছিল করে এমজি রোড অবরোধ করার কর্মসূচি ছিল তাদের। কিন্তু মুরলীধর সেন লেন থেকে বেরোতেই পুলিশ আটকে দেয় মিছিলকে।

ফলে বাধ্য হয় সেখানেই কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন তারা। এই ঘটনার কড়া নিন্দা করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা।

শুধু তাই নয় প্রশাসনকে দুই দিন সময়সীমাও দিয়েছে তারা। তাদের বক্তব্য দুই দিনের মধ্যে সাংসদের উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।