ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার:- স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি কে নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং ছয় মাসের মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বেঞ্চ।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ কে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয় 2019 সালে প্রথম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ এর পক্ষ থেকে। দীর্ঘ সময় ধরে কখনও স্যাট আবার কখনোবা কলকাতা হাইকোর্ট।
রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য আজও নির্ধারণ হয়নি কখনো কলকাতা হাইকোর্ট আবার কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল গত ৬ বছর ধরে এভাবেই ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা।
টানা বেড়েই চলেছে জ্বালানির দাম সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে যে কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3% দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও এ রাজ্যের সরকারি কর্মচারীরা আজও তাদের বকেয়া ডিএ পাননি।
কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ এর পক্ষে আইনজীবী সরদার আমজাদ আলী বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে তাদের আদালতে আইনজীবী সওয়াল করেন সেটাই এখন দেখার।
আগামী 6 ই এপ্রিল মামলার শুনানি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বৈশাখের আগে আদৌ পাবেন প্রশ্ন আইনজীবী মহলের একাংশের।
ডিএ মামলার শুনানি বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে
