Date : 2022-10-05

বগটুই কাণ্ডে মৃত্যু নাজমা বিবির – মৃতের সংখ্যা বেড়ে ৯

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : হল না শেষরক্ষা। সোমবার মৃত্যু হল বগটুই কাণ্ডে আরও এক অগ্নিদগ্ধের। তার নাম নাজমা বিবি। রামপুরহাট হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। ৬৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল তার। গতকাল থেকেই অবস্থার অবনতি হচ্ছিল তার। রাতে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। চিকিৎসকরাও বুঝতে পারছিলেন এই লড়াই তারা জিততে পারবেন না।

খবর দেওয়া হয় বাড়ির লোককে। রাতভর সকলেই ছিলেন হাসপাতালে। প্রস্তুত হচ্ছিলেন যে কোন খারাপ পরিস্থিতির জন্য। কারন ভেন্টিলেশনে দেওয়া হলেও তার উন্নতি হচ্ছিল না অবশেষে সকালে মৃত্যু হয় তার। এই নিয়ে রামপুরহাট কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯।