স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। বৃহস্পতিবার মধ্যরাতে সকলেরই চোখ ছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের পর্তুগাল বনাম তুরস্ক ম্যাচের দিকে। সিআরসেভেন গোল না পেলেও তার দল জিতল ৩-১ গোলে। ম্যাচের ১৫ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন ওটাভিও। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন দিয়েগো জোটা। এরপর ৬৫ মিনিটে তুরস্কের।ব্যবধান কমান ইলমাজ। এরপর ম্যাথিউ নুনেস সংযুক্ত সময় গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন।
গোটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও বাড়তি পরিশ্রম করেছিলেন এই ম্যাচের জন্য। যদিও তিনি গোল না পেলেও, দলের বাকিরা বাঁচিয়ে দিল পর্তুগালকে। এটাই হয়ত শেষ বিশ্বকাপ হতে পারে রোনাল্ডোর। তার জন্যেও পরের ম্যাচে ইতালিকে হারানো নর্থ ম্যাসিডোনিয়ার মুখোমুখি পর্তুগিজ দল। আজুরিদের হারানোয়, ইতালি দলকেও খুব একটা সহজভাবে দেখছে না পর্তুগাল দল।