স্পোর্টস ডেস্ক : শিলিগুড়িতে তৈরি হচ্ছে মোহনবাগানের নামে রাস্তা। বৃহস্পতিবারই মোহনবাগানের নতুন সচিব হিসেবে বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হন দেবাশিস দত্ত। আর সচিব পদে । সেই কার্যত ছক্কা হাঁকালেন বাগানের প্রাক্তন অর্থসচিব। শিলিগুড়িকে পড়শি ক্লাবের সমর্থকরা নিজেদের ডেরা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। যদিও তা নিয়ে আপত্তি রয়েছে মোহনবাগান ক্লাবের সভ্য সমর্থকরা। শিলিগুড়ি পুরসভার নবনির্বাচিত মেয়র গৌতম দেবের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছেন মোহনবাগানের দেবাশিস দত্ত। গৌতম দেবের সঙ্গে কথা বলে আশ্বস্ত মোহনবাগান সচিব। শিলিগুড়ির মেয়র জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের তরফে একটি আবেদন করতে হবে শিলিগুড়ির মেয়রের কাছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শিলিগুড়িতে একটি রাস্তার নাম মোহনবাগান ক্লাবের নামে ঘোষণা করা হবে। মোহনবাগান সচিব পদে দায়িত্ব নিয়েই ক্লাব তাঁবুতে এই ঘোষণা করেন বাগানের সচিব।