Date : 2024-04-26

প্রশ্নের মুখে বিদেশী ক্রিকেটাররা, কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড

আইপিএল থেকে বিদেশি ক্রিকেটারদের সরে দাঁড়ানোর নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। চলতি বছরে বেশ কয়েকজন ক্রিকেটারই এবছর সরে দাঁড়িয়েছেন। নিলামে বিভিন্ন দল তাদের কেনার পরেও তাঁরা আইপিএলে আসতে রাজি হননি,যা নিয়ে বেশ বিরক্ত বিসিসিআই। অনেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন। কেউ কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সরে দাঁড়াচ্ছেন। যদিও এর নেপথ্য অন্য এক কারণ খুজে পাচ্ছেন বিশেশজ্ঞরা। তাদের মতে, নিলামে বড় দাম না পাওয়াতেই ইপিএল থেকে সরে দাঁড়াচ্ছে আলেক্স হেলস, জ্যাসন রয়ের মতো তারকা ক্রিকেটাররা।

বিদেশি ক্রিকেটারদের সরে দাঁড়ানো আটকাতে তাই নতুন নিয়ম লাগু করার কথা ভাবছে বিসিসিআই। কোনও গ্রহনযোগ্য কারন ছাড়া ক্রিকেটাররা আইপিএল থেকে সরে দাঁড়ালে আইপিএলে খেলা থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারকে নির্বাসিত করা হতে পারে। সেই নিয়ে আলোচনা চলছে বোর্ডে। যদিও কারন সম্পর্কে আগে তদন্ত করা হবে, আদৌ সেই কারণ গ্রহনযোগ্য কিনা।