Date : 2024-04-19

রাজধানীতে দূষণ বিপদ

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ফের দূষিততম শহরের তকমা পেল দিল্লি। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এল ভারতের রাজধানী দিল্লির নাম। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী দিল্লির গড় বার্ষিক PM2.5 ঘনত্ব সর্বোচ্চ। তালিকায় রয়েছে বাংলাদেশের ঢাকা, চাডের এনজামেনা, তাজিকিস্তানের দুশানবে, ওমানের মুসক্যাটের মতো শহরগুলিও। তবে বলাই যায় দূষণ মাত্রায় অন্যান্য শহরগুলিকে টেক্কা দিচ্ছে দেশের রাজধানী। এমনকি বিশ্বের মহানগর গুলির থেকেও অনেকাংশে এগিয়ে রয়েছে ভারতের রাজধানী। একটানা বাড়তে থাকা কল কারখানা এবং মূলত বেলাগাম গাড়িথেকে নির্গত ধোঁয়াই এর মূল কারণ। এর আগে কয়েকবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অড ও ইভন নম্বরের গাড়ি একদিন অন্তর রাস্তায় বের করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে রাস্তায় চলছে যানবাহন। সঙ্গে বেড়েই চলেছে দূষণের মাত্রা।দূষণের নিরিখে দিল্লি বিশ্বের ১০৭ টি শহরের তালিকার শীর্ষে রয়েছে। জানা গিয়েছে, এই নিয়ে টানা চতুর্থ বছর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে দিল্লি। প্রকাশিত সুইস সংস্থা আইকিউএয়ারের তৈরি ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে মিলেছে এমনই তথ্য। রিপোর্টে সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তবে এখানেই চিন্তার শেষ নয় । জানা গিয়েছে, ৫০ টি শহরের মধ্যে ৩৫ টি শহর যেখানে বায়ুর গুণমান সবচেয়ে খারাপ, সেগুলিও ভারতেই অবস্থিত। রিপোর্টে দেখা গিয়েছে, উল্লেখযোগ্য উন্নতি করেছে চিন। ২০১৪ সাল থেকে বায়ুদূষণের বিরুদ্ধে কাজ করছে বেজিং। তার ফল পেয়েছে তারা। গত বছরের তালিকায় চিন ছিল ১৪ নম্বরে, সেখান থেকে ২২ নম্বরে নেমে এসেছে এই দেশ।