Date : 2024-04-27

বাইডেনকে ফোন জেলেনস্কির

রিমিতা রায়, নিউজ ডেস্কঃ ইউক্রেনে জারি রুশ আগ্রাসন। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন জেলেনস্কির। সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা হয় দুদেশের প্রেসিডেন্টের। রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনিয় সেনার প্রতিরোধ ক্ষমতা নিয়েও প্রশংসা করেন বাইডেন।ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তে অনড় রাশিয়া। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে আর্থিক সাহায্য চেয়ে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, বাইডেনকে ফোন করেন জেলেনস্কি।যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা দুই দেশের প্রেসিডেন্টের।প্রায় আধঘন্টা ধরে ফোনে কথা হয়।ইউক্রেনের নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিয়ে কথা হয়।রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার একাধিক পদক্ষেপ তুলে ধরেন বাইডেন।ইউক্রেনের পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রে হামলা নিয়ে উদ্যোগে প্রকাশ বাইডেনের।রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয় দুই প্রেসিডেন্টের।ইউক্রেনের সাহসিকতা নিয়েও প্রশংসা করেন বাইডেন।ইউক্রেনের প্রেসিডেন্ট টুইট করে এই কথোপকথন জানিয়েছেন। এদিকে যুদ্ধের মধ্যেই ক্রেমলিনে পৌঁছেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পুতিনের সঙ্গে তিনি কথা বলেন দীর্ঘক্ষণ। জেলেনস্কির সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে সূত্রের খবর।