Date : 2024-04-25

মার্চে শুরু শিয়ালদহ মেট্রো

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। শিয়ালদহ স্টেশন সহ ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর যাত্রা পথ ঘুরে দেখলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরের ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত রেল লাইন ও প্ল্যাটফর্মের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ছাড়পত্র মিলেছে দমকলের তরফ থেকেও। বুধ ও বৃহস্পতিবার এই করিডর পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান।

টানেলের বায়ু চলাচল ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ মেশিন গেট, এস্কেলেটর, লিফ্ট, সাইন বোর্ড, অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধার দিকও খতিয়ে দেখেন তিনি। ফুলবাগান থেকে ট্রলির মাধ্যমে আপ ও ডাউন লাইন পরিদর্শন করে ফুলবাগানে ফেরেন কমিশনার। স্টেশনে ঢোকার ও বেরোনোর পথ খতিয়ে দেখার পাশাপাশি প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর সঠিক কাজ করছে কি না তাও দেখেন তিনি। রেলওয়ে সেফটির তরফ থেকে ছাড়পত্র পাওয়া গেলেই আগামী মাস থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শিয়ালদহ মেট্রো স্টেশন। এরফলে সহজেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌছে যেতে পারবে সাধারণ মানুষ। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছেও রিপোর্ট জমা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে জোকা তারাতলা করিডরের মেট্রোর কাজ প্রায় শেষের পথে। আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা এই রুটের বলে মেট্রো রেল সূত্রে খবর।