Date : 2024-04-25

সিবিআই দফতরে হাজিরা ৪ এসএসসি আধিকারিকের

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিবিআই দফতরে হাজিরা দেন রাজ্যের তৈরি করা এসএসসি নিয়োগ কমিটির ৪ সদস্য। মুখোমুখি হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একাধিক প্রশ্নের।

সপ্তাহের প্রথম কাজের দিনে, দিনভর হাইকোর্টের বিভিন্ন ঘরে দৌড়নোর পরে অবশেষে নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের দফতরে যেতে বাধ্য হন রাজ্যের তৈরি করা এসএসসি নিয়োগ কমিটির ৪ সদস্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অবশেষে সোমবার বিকেল ৫টা ৩০ নাগাদ সিবিআই দফতরে আসেন অলোক সরকার (তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) এবং তাপস পাঁজা (শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র ল অফিসার)। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুই আধিকারিককে নিয়ে আসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের এএসআই পদমর্যাদার এক পুলিশ কর্মী। এরপর প্রায় আধ ঘন্টা পর সন্ধ্যা ৬ টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে আসেন সুকান্ত আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক) ও প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায় (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি)।

দুই এসএসসি আধিকারিককে নিয়ে আসেন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ শচীন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার উজ্জ্বল বিশ্বাস ও ভারপ্রাপ্ত ডিসি সেন্ট্রাল শুভঙ্কর ভট্টাচার্য( ডিসি রিজার্ভ ফোর্স)। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় কোনও কথা বলতে চাননি তাঁরা। এসএসসির চার আধিকারিককে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। নাম পরিচয় পর্ব দিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। মূলত কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা জানার চেষ্টা করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সঙ্গে কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতা জড়িত কিনা তাও জানার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা।

সিবিআইয়ের গোয়েন্দারা এসএসসির ৪ আধিকারিককে একাধিক নথিপত্র দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। সিবিআইয়ের একাধিক প্রশ্ন এড়িয়ে যায় বলে সিবিআই সূত্রে জানা গেছে। কার কার প্রভাবে এসএসসিতে নিয়োগ হয়েছিল? জানতে চায় সিবিআই গোয়েন্দারা। কিন্তু চার আধিকারিক নিজেদের বয়ানে অনড় থাকেন বলে সিবিআই সূত্রে খবর। বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে বলে জানা গেছে। সিবিআই ৪ আধিকারিকের বয়ানে সন্তুষ্ট নন বলে জানা যাচ্ছে। কোর্টের কাছে বয়ানের ধারা বিবরণী জমা দেওয়া হবে বলে খবর। সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আগামী দিনে আবারও ৪ আধিকারিক সহ এস পি সিনহাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে।