Date : 2024-04-23

রাজ্যবাসীকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অবশেষে প্রতিশ্রুতি রাখল আম আদমি পার্টি। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার আপের তরফে ঘোষণা করা হয় পাঞ্জাববাসীকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। এতেই উচ্ছসিত পাঞ্জাববাসী। পাঞ্জাব বিধানসভা ভোটের প্রচারে আপ প্রতিশ্রুতি দিয়েছিল, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার। আর ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখল আপ সরকার। রাজ্যবাসীকে জিতে এই প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছিলেন।মঙ্গলবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন শীঘ্রই রাজ্যবাসীকে সুখবর দিতে চলেছেন। টুইট করে তিনি লিখেছিলেন, ‘‌আমাদের নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শুধু তাই নয় বৈঠক ও হয়েছে। শীঘ্রই পাঞ্জাববাসীকে সুখবর দেব।’ বলাই যায় মসনদে একমাস পূর্তিতে কল্পতরু পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান । প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে মিলবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। কৃষকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু সাংসারিক কার্যের জন্যই নয়, কৃষিকার্য়েও নিখরচায় বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার কথা জানিয়েছেন তিনি।