Date : 2024-03-28

সন্তোষে বাংলার নতুন চ্যালেঞ্জ, সেমির লক্ষ্যে রঞ্জন ভট্টাচার্য

সন্তোষ ট্রফির সেমিফাইনালে পোঁছে গেছে বাংলা দল। সামনে শুধুই ট্রফি দেখতে পাচ্ছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। টানা ম্যাচ খেলার ঢকল কাটাতে সোমবার মহিতোষ, তন্ময়দের অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য। রিকভারি সেশন হিসেবে ফুটবলাররা নিজেদের মতো করেই হাল্কা ওয়ার্ক আউট করেছেন। চোটাঘাত তেমন নেই দলে। সম্পূর্ণ ভুমিপুত্র নিয়ে যে ফুটবলটা বাংলা দল খেলছে, তাতে গর্ব করার মতো। কেরলের বিপক্ষে হারলেও প্রতি ম্যাচেই 8-9টা সুযোগ তৈরি করছে দল। বাংলার দলে সেভাবে কোনও স্ট্রাইকার না থাকায় গোলের দায়িত্ব কোনও একজনের নয়, সকলেই ওপরে ওঠা নামা করে খেলছেন। লিগ পর্ব শেষ, এবার শুরু নকআউট স্টেজ। তাই তাঁর অনুশীলনও হবে ভিন্নরকম, বলছিলেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। কেরলের পরিবেশ এখন বেশ মনোরম। তাই 120 মিনিট দৌড়ানোর মতো ফুটবলারদের তৈরি রাখতে চাইছেন ফার্দিনদের হেডস্যার। মঙ্গলবার সকাল 10টায় বাংলা দল অনুশীলনে নামবে।