পর্তুগালের জার্সিতে জোড়া গোল করার 48 ঘন্টার মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ব্রুনো ফার্নান্ডেজ। 2026 সালের জুন মাস পর্যন্ত পর্তুগিজ স্ট্রাইকারের সঙ্গে চুক্তি সেরে ফেলল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। শেষ দুই বছর ধরে ম্যাঞ্চেস্টারের জার্সিতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন পর্তুগালের এই তারকা স্ট্রাইকার। বর্তমানে ছন্দের মধ্যেই রয়েছে ব্রুনো ফার্নান্দেজ। তাই তাঁর সঙ্গে এখনই চুক্তি পর্ব সেরে রাখল ম্যান ইউ
2020 সালের জানুয়ারিতে ম্যান ইউতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন রেড ডেভিলসদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসায় ম্যান ইউয়ের শক্তি আগেই বেড়েছিল। দুজনের মধ্যে বেশ ভালো ছন্দ দেখতে পাওয়া যাচ্ছি। তাই পর্তুগিজ জোড়া ফলার ওপরই ভরসা রাখল ম্যানউই।