Date : 2024-04-19

পুলিশে বদলি আসানসোলে। বিজ্ঞপ্তি কমিশনের।

সঞ্জু সুর, সাংবাদিক : ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার সঙ্গে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার চারদিন আগে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুই থানার আধিকারিকের বদলির নির্দেশ পাঠাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পরিবর্ত আধিকারিকের নাম এখনো জানানো হয় নি।

শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে চিঠি দেওয়া হয়েছে। চিঠি অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া থানার ওসি সঞ্জীব দে এবং আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়কে নির্বাচন সংক্রান্ত সব কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়েছিলো নির্বাচন কমিশনে। কমিশন সূত্রে খবর, সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই আধিকারিককে আপাতত কমিশনের কার্যালয়ে দেখা করতে বলা হয়েছে। দুই থানার দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলির নির্দেশ দিলেও এখনো ওই দুই জায়গায় নতুন কে কে দায়িত্ব নিচ্ছেন তা এখনো নির্দিষ্ট করে জানায় নি কমিশন। তবে চিঠিতে জানানো হয়েছে খুব শীঘ্রই তিনজন অফিসারকে কমিশনের পক্ষ থেকে ওখানে পাঠানো হবে। প্রসঙ্গত আসানসোলের মোট ২১০২ টি বুথের মধ্যে ৫১ শতাংশ বুথ কমিশনের সরাসরি নজরদারির আওতায় থাকছে। পাশাপাশি আসানসোলের ৬৮০ টি বুথ কে সেনসেটিভ বা ক্রিটিক্যাল হিসাবে চিহ্নিত করেছে কমিশন। এছাড়াও আসানসোলের জন্য মোট ৪৪২ জন মাইক্রো অবজারভার ও নিয়োগ করছে নির্বাচন কমিশন।