Date : 2024-03-28

বাঁকুড়ার মলিয়ান গ্রামের প্রায় ৩০০ বছরের পুরনো গাজন উৎসব

প্রায় ৩০০ বছরের পুরনো গাজন উৎসব বাঁকুড়ার মলিয়ান গ্রামে । গ্রামের বৈদ্য ১৬ আনা শিব মন্দিরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামের প্রচুর ভক্তরা এখানে জড়ো হন । উল্লেখ প্রায় ৩০০ বছর পূর্বে পার্শ্ববর্তী আদিবাসী গ্রাম কেদিয়া থেকে স্বপ্নাদেশ পেয়ে ভৈরবকে গাই গরুর গাড়িতে করে মলিয়ান গ্রামে আনা হয় । তাঁকে নিয়ে আসেন মলিয়ান গ্রামের নিশানাথ পাত্র (সেনগুপ্ত) ।

চৈত্র মাসে গাজন উপলক্ষে প্রতিদিনই এখানে পায়েস রান্না হয় ও ভোগ হয় । গাজন ছাড়াও এখানে ভৈরবের নিত্য পুজো করেন ফাল্গুনী ব্যানার্জী ও প্রদীপ ব্যানার্জী ।