শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যে 7.30টায় গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস দল। প্রথম ম্যাচে মুম্ইকে হারিয়ে টগগ করে ফুটছে দিল্লি শিবির। তবে শর্দুল ঠাকুর, কমলেশ নাগারকোট্টি প্রথম ম্যাচে অনেক রান দিয়েছেন। ফলে বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে রাজধানির দলের। তবে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ব্যাট শেষ ম্যাচে যেভাবে চলেছে, তাতে কিছুটা স্বস্তি পেয়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। তাই শুধু বোলারদেরই গুজরাতের বিপক্ষে তাঁদের লাইন লেন্থ শুধরাতে বলছেন অধিনায়ক।
অন্যদিকে গুজরাট শিবির লক্ষ্মৌকে হারিয়ে এই ম্যাচে খেলতে নামছে। হার্দিক পান্ডিয়া নিজেকে এই ম্যাচেও অলরাউন্ডার হিসেবেই তৈরি রাখছেন। গত ম্যাচে রাহুল তেওয়াতিয়াও ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করেছিলেন।অলরাউন্ডারের যা কাজ তা করে দেখিয়েছে হার্দিক এবং রাহুল। তবে ওপেনার শুভমন গিলের থেকে ভালো শুরু চাইছেন হার্দিক। পেসার মহম্মদ সামির দিকেও নজর থাকবে গুজরাট সমর্থকদের।