Date : 2024-04-26

গরমে এয়ার কুলার ভালো রাখবেন কীভাবে?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : বৈশাখের শুরুতেই হাঁসফাঁস গরম। তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য। দরকার ছাড়া বাইরে বেরোতে অনীহা সাধারণ মানুষের। সারাদিন কোনমতে কেটে গেলেও রাতে গরমে অনেকেরই ঘুম আসেনা। তাই গরম আসলেই অনেকেই এসি বা কুলার কিনে থাকেন। এসির দাম অনেকটাই বেশি হওয়ায় কুলারটাকে বেছে নেন বহু মানুষ। কিন্তু কোন কুলার কিনবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আপনার মনে? এসিতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখলেও কুলারের সেই অসুবিধা নেই। দরজা জানলা খুলে কুলার ব্যবহার করতে পারেন আপনি। তাই এসি কে এই বিষয়ে টেক্কা দিচ্ছে এয়ার কুলার। ঘর থেকে অতিরিক্ত আর্দ্রতা বের করতেও সাহায্য করে কুলার। তবে কুলার সাধারণত জানালার কাছেই রাখুন। কারণ এটি বাষ্পীভবনের সাহায্য করে। তাই যত গরম হাওয়া দেবে ততো ঘর ঠান্ডা হবে। এয়ার কুলারের জল তো রাখবেনই কিন্তু ঘর তাড়াতাড়ি ঠান্ডা করতে আরেকটি টোটকা রয়েছে। এয়ারকুলারের জলের মধ্যে কয়েক টুকরো বরফ মিশিয়ে দিন। চটজলদি ঘর ঠান্ডা করতে এর থেকে ভালো উপায় আর নেই। এয়ার কুলার ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এয়ার কুলারের এয়ার প্যাড গুলিকেও ভালো করে ধুয়ে নিতে হবে। তবেই ঠান্ডা ভালো হবে। তবে কিছু কিছু কুলারে খুব বেশি শব্দ হয়। যা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই কুলার কেনার আগে এই বিষয়টি দেখে নিতে হবে।