Date : 2024-03-29

গরমে চুল ভালো রাখার উপায়

রিমিতা রায়, নিউজ ডেস্ক : গরমে চুলের ভীষণ ক্ষতি হয়। গরমে ঘাম চুলের গোড়ায় জমতে থাকে। মাথায় ঘাম জমে দুর্গন্ধ বার হয়। এই সময় মাথা সঠিকভাবে পরিষ্কার না করলে না না সমস্যা তৈরি হয়। গরমে চুল ভালো রাখতে কি কি মানতে হবে?
সপ্তাহান্তে অবশ্যই চুলে তেল লাগিয়ে একটি খোঁপা করে রাখুন। এতে চুলে পুষ্টি যোগাবে। যদি অফিসে যেতে হয়, তবে অফিস থেকে বাড়ি এসে চুল আঁচড়াতে হবে, তারপর চুল বাঁধতে হবে। মনে রাখবেন গরমে চুলে হেয়ার ড্রায়ার ইত্যাদি ব্যবহার করবেন না। এতে চুল আরও শুষ্ক হয়ে পড়ে এবং স্প্লিট এন্ডস বা আগা ভেঙে যেতে শুরু করে। বাইরে বের হলে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন। খুব কম মানুষই জানেন যে সূর্যের আলোর প্রভাব চুলেও পড়ে।শুধু মুখে সানস্ক্রিন মাখলেই হবে না, একই যত্ন দরকার আপনার চুলেরও। বাড়ির বাইরে পা দেওয়ার আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে মাসাজ করে নিতেই পারেন।গরমে খোলা চুল মানেই প্রচণ্ড অস্বস্তি। তাই চুলটা বেঁধে রাখাই ভালো। চুল ঢাকতে বাহারি স্কার্ফ বা টুপি ব্যবহার করতে পারেন। চুলের সম্পূর্ণ দেখভাল করতে শ্যাম্পু মাখুন। গরমে নারকেল, শিয়া বাটার, আর্গান অয়েল-বেসড শ্যাম্পু ব্যবহার করতে হবে। একই সঙ্গে শ্যাম্পু ঠিকমতো লাগানোও সমান জরুরি। তবে চুলে সরাসরি শ্যাম্পু লাগাবেন না। স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন। তাতে অতিরিক্ত শ্যাম্পুতে চুল রুক্ষ হবে না।