Date : 2024-03-27

নাইটদের সামনে কঠিন লড়াই

পরপর ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। 8 ম্যাচে মাত্র 6 পয়েন্ট পেয়ে আইপিএলের প্লে অফ কার্যত অনিশ্চিত নাইটদের। পরিস্থিতিতে এতটাই জটিল যে প্লে অফ যেতে গেলে, এখন থেকে প্রায় সব ম্যাচই শ্রেয়স আইয়ারদের কাছে ডু অর ডাইব প্রথমদিকে শুরুটা ভালো করলেও হঠাত্ই যেন ছন্দ হারিয়ে ফেলেছে নাইটরা। আন্দ্রে রাসেলের সেই ফিনিস করার ক্ষমতা কমেছে। ভেঙ্কটেশ আইয়ারের গতবারের বিধ্বংসি ব্যাটিং আর নেই। সুনীল নারিনকে কোন পজিশনে ব্যাটিং করানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেনা টিম ম্যানেজমেন্ট। নীতিশ রানা না রিঙ্কু সিং, কেউই ব্যাটিংয়ে ভরসা দিতে পারলেন কই। বোলিংয়ের অবস্থাও তথৈবছব শেষ চার ম্যাচের 2টিতেই 200-র ওপর রান করেছে প্রতিপক্ষ দল। ফলে সব বিভাগেই এখন ভুল শুধরানোর পথে নাইট রাইডার্স। বৃহস্পতিবার কলকাতার প্রতিপক্ষ দিল্লি।

মন খারাপ কলকাতার ক্রিকেটপ্রেমীদের। কলকাতায় আইপিএলের এলিমিনেটর এবং কোয়ালিফায়ার হওয়ার কথা রয়েছে। মেমাসের 24 এবং 25 তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচগুলি হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যা তাতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের প্রীয় তিন দলই এই মূহূর্তে প্লে অফের দৌড় থেকে দুরে রয়েছে। সচিন এবং রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শিবির মাত্র 2টি ম্যাচে জিতেছে এখনও পর্যন্ত। ফলে তাঁরাও কার্যত প্লে অফের দৌড়ে নেই। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 7টি ম্যাচের 3টি ম্যাচে জিতেছে। ফলে লিগ টেবিলে তাঁদের স্থানও খুব একটা ভালো জায়গায় নয়। একমাত্র বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগ টেবিলের ওপরের দিকে রয়েছে, তবে রোহিত বিরাট বাবিরাট ধোনি টক্কর যে দেখা যাবে না। তাই মন খারাপ কলকাতার ক্রিকেটপ্রেমীদের।