সঞ্জু সুর, সাংবাদিক : সোমবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করে রামপুরহাটের বগটুই গ্রামের নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দশ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মূলতঃ গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তারপরেই সাংবাদিক বৈঠকে একযোগে আক্রমণ করলেন বাম, কংগ্রেস ও বিজেপিকে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ইডি, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। মাননীয় প্রধান বিচারপতি তো নিজেই বলেছেন, আমি শুধু সেটা রিপিট করছি। বিরোধী দল হলে অতি সক্রিয় আর সরকারি হলে অতি নিষ্ক্রিয়।” কয়লা, গরু পাচারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “কয়লা দেখে সিআইএসএফ, আর গরুর বিষয়টা সামলায় বিএসএফ। এই সিআইএসএফ, বিএসএফ তো আমাদের হাতে নেই।” মুখ্যমন্ত্রীর আরো সংযোজন, “কেউ বাংলাদেশে কিছু পাঠালে বাংলার উপর দিয়েই তো যাবে। উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে কেউ কিছু নিয়ে যেতে চাইলে সে তো বাংলা হয়েই যেতে হবে। অসম থেকে কয়লা আসছে। যাবে আমার রাজ্যের উপর দিয়ে। বলুনতো, এতে বাংলার দোষ কোথায় ?” সিআইএসএফ,বিএসএফ যে তাঁর হাতে নেই সেটাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও মন্তব্য, “উত্তরপ্রদেশ দিয়ে কয়লার গাড়ি আসবে। রাজস্থান মধ্যপ্রদেশ দিয়ে গরুর গাড়ি আসবে। এখন আবার নাগাল্যান্ড দিয়ে কয়লা আনার পারমিশন চাইছে। কেন্দ্র সরকার কেন এটা বন্ধ করে দিচ্ছে না?” এই সময়ই তিন বিরোধী দলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন,”বিজেপি, আপনারা বোকা। সিপিএম আপনাদের দেয় ধোঁকা। আর কংগ্রেস তো বিজেপি সিপিএম এর পোকা।”