Date : 2024-04-25

লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

রিমিতা রায়, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হল লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার। মুম্বইয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী। লতা মঙ্গেশকরের নামের প্রথম পুরস্কার দেওয়া হল নরেন্দ্র মোদীকে। ২৪ এপ্রিল, রবিবার মুম্বইতে এই পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন জম্মু ও কাশ্মীরে। সেখানে বিভিন্ন সভাস্থলে তাঁর একাধিক কর্মসূচি ছিল। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই জম্মু ও কাশ্মীরে মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়ে যুব সমাজের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এতেই শেষ নয় জম্মু-কাশ্মীরের জন্য কুড়ি হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরকে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপরই তিনি বিকেলে মুম্বই এসে পৌঁছন। বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ তিনি মুম্বইতে পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার পেলেন। এবছরই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। তাই এই বছর থেকে শুরু করে প্রতি বছর গীতিকার লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে পুরস্কারটি দেওয়া হবে। প্রথম বছরের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েই। পুরস্কার নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন,এই পুরস্কার লতাদিদির মতো বড় দিদির নামে নামাঙ্কিত, তাই এই পুরস্কার তাঁর একাত্ম ও ভালবাসার প্রতীক। এ বিষয়ে মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্টের তরফে জানানো হয়েছে, জাতি ও সমাজের নিঃস্বার্ত সেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হয়েছে।