Date : 2024-04-25

‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে, শুক্রবার পড়ুয়া এবং তাদের বাবা-মায়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার চাপ এবং সেই সংক্রান্ত অন্যান্য নানা প্রশ্নের উত্তরও দিলেন তিনি। পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণে এবছরের বোর্ড পরীক্ষাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের মূল্যবান পরামর্শ দিলেন তিনি। আগামী দিনে পড়ুয়াদের এগিয়ে নিয়ে যাওয়ায় ভরসা যোগালেন। পরীক্ষার্থীদের উদ্দেশে পাশে থাকার বার্তা দেন। পরীক্ষায় নকল করতেও বারণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বন্ধুর নকল করার প্রয়োজন নেই, যেটা পারবে সেটাই আত্মবিশ্বাস নিয়ে করো। আমি বিশ্বাস করি, তাতে তোমরা উৎসবের মেজাজে পরীক্ষা দিয়ে উঠতে পারবে। এমনটাই বলেন তিনি। পরীক্ষাকে ভয় নয়, একটা উৎ সবের মত দেখতে বলেন তিনি। পরীক্ষা নিয়ে অকারণ চাপ নিতে বারণ করেন পরীক্ষার্থীদের। পাশাপাশি অনলাইন পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। পরীক্ষার আগে সিলেবাস শেষ না করতে পারার চাপে ভোগেন অনেক ছাত্রছাত্রীরা। তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, সিলেবাসের কতটা বাকি রয়ে গেলে, সেটা ভেবে মানসিক চাপ বাড়াবেন না। যতটা শেষ করতে পেরেছেন, সে টুকুর উপরেই ভরসা রাখুন।