Date : 2024-04-23

বানিজ্য সন্মেলনের দ্বিতীয় দিন। স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল বিনিয়োগের প্রস্তাব

সঞ্জু সুর, রিপোর্টার:- প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজ্যে বিপুল বিনিয়োগের প্রস্তাব। প্রথম দিন যেখানে আদানি, হিরানন্দানী বা জিন্দল গোষ্ঠি কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছিলেন উদ্বোধনী মঞ্চে, সেখানে দ্বিতীয় দিন সকালে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলো বিভিন্ন সেশন এ।

স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় ৪৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ হবে রাজ্যে। জেআইএস গ্রুপ হাওড়াতে প্রায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানিয়েছে। অ্যাপোলো হাসপাতাল বাটা-তে তাদের নতুন মেডিকেল কলেজের জন্য বিনিয়োগ করবে ১০০০ কোটি টাকা। চার্নক হাসাপাতালের বিনিয়োগের পরিমান ২৫০ কোটি, উডল্যান্ড কর্তৃপক্ষ ৩০০ কোটি, মেডিকা হাসপাতাল ৩৮০ কোটি, হেল্থ‌ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এছাড়াও রাজ্যের অন্যতম পরিচিত বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি-র নারায়না গ্রুপ রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। এদিন শিল্প সন্মেলনের মঞ্চে দেবি শেঠি বলেন, “আমরা এখানে এক হাজার কোটি টাকা বিনিয়োগে আরও একটি হাসপাতাল করতে চাই। জমির জন্য অপেক্ষা করছি। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তাব জমা দিয়েছি।” স্বাস্থ্য দফতর সূত্রে খবর রাজ্য সরকার‌ও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।