Date : 2024-03-28

অশ্রাব্য ভাষায় উপাচার্যকে হুমকি। গ্রেফতার আলিয়ার টিএমসিপি -র প্রাক্তন ছাত্রনেতা

নাজিয়া রহমান, রিপোর্টার:-আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো গুণ্ডাগিরি, অশ্রাব্য ভাষায় উপাচার্যকে গালাগাল। সোস্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ক্লিপ দেখে স্তব্ধ শিক্ষকমহল। ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়ার প্রাক্তন ছাত্রনেতার হুমকির মুখে উপাচার্য মহম্মদ আলি। এমনকি উপাচার্যকে দেওয়া হচ্ছে চড় মারার হুমকিও। অভিযোগের তীর TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মন্ডলের বিরুদ্ধে। কোনও কিছু দাবি পুরোনে উপাচার্যকে ঘেরাও কিংবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় সময়ই দেখা যায়। কিন্তু, শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে যা দেখা গেল তা বেনজির। যা দেখে নিন্দায় মুখর হয়েছে গোটা বাংলা। যদিও ভিডিওর সত্যতা আর প্লাস নিউজের ডিজিটালের পক্ষ থেকে যাচাই করা হয়নি।শনিবার এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। তার পরই বিতর্কের সূত্রপাত। যদিও অভিযুক্তকে দলীয় কর্মী নয়, বহিরাগত বলেই জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

গিয়াসুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর, এই ভিডিও ক্লিপ নিয়ে মুখ খোলেন তিনি। সাংবাদিক সম্মেলনে জানান, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি নিয়ে দুর্নীতি হয়েছে। এদিন সে বিষয়ে কথা বলতে যাওয়া হয়েছিল। উপাচার্যের সঙ্গে কথা বলার সময় খারাপ ভাষার প্রয়োগ করা তার ঠিক হয়নি বলে স্বীকার করেছেন অভিযুক্ত। উপাচার্যের সঙ্গে হওয়া এই ঘটনায় ক্ষুব্ধ বিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপক অধ্যাপিকারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে আন্দোলনে শামিল হবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়ারা।এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন বুদ্ধিজীবী মহল। এই ঘটনার দায়ে অভিযুক্ত গিয়াসুদ্দিন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।