Date : 2023-03-24

দায়িত্ব বাড়ছে লক্ষ্ণণের

আপাতত ভারতীয় মহিলা ক্রিকেট দলের দায়িত্বও বর্তাচ্ছে ভিভিএস লক্ষ্মণের ওপর। যদিও তিনি কোচের পদে বসছেন না। রমেশ পাওয়ারের চুক্তি শেষের পর ভারতীয় মহিলা দলের কোচের পদ ফাঁকা হয়ে যাচ্ছে। মিতালি, ঝুলনদের উত্তরসুরি খোঁজার কাজটা তাই এনসিএর চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণকেই করতে হচ্ছে। ভারতীয় দলের প্রথম মাথা ব্যথার কারন হল মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর পরিবর্ত খোঁজা। দুজনেরই বয়স হয়েছে। কেরিয়ারের গোধুলিতে রয়েছেন তারা। আগামি বিশ্বকাপে আর হয়ত তাঁদের পাওয়া যাবে না ।

এই পরিস্থিতিতে ভারতীয় পুরুষ দলের মতো মহিলা দলেরও সাপ্লাই লাইন তৈরি রাখতে চাইছে বিসিসিআই৤আগামি বছর অনূর্ধ্ব 19 মহিলাদের টি20। বিশ্বকাপ হবে সেই প্রতিযোগিতাকে টার্গেট করেই একগুচ্ছ নতুন মুখ তুলে আনার গুরুদায়িত্঵ লক্ষ্মনের ওপর।