সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: শহরের তাপমাত্রা বেড়েছে পাল্লা দিয়ে। বৃষ্টির দেখা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলায় বইবে লু। যদিও বৃষ্টির কারণে তুলনামূলক স্বস্তির আবহাওয়া উত্তরবঙ্গে। গরমে নাভিশ্বাস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণের ২-১ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সার্বিক চিত্রে বৃষ্টিশূন্য দক্ষিণবঙ্গ।
গত সপ্তাহের শনিবার বৃষ্টির অনুকূল আবহাওয়া তৈরি হলেও তা কেটে গেছে। এমনকি আগামী ২৮ এপ্রিল অব্দি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টিশূন্যতার কারণ হিসেবে মাত্রাতিরিক্ত দূষণকেই একমাত্র দায়ী করছে পরিবেশবিদরা।
পরিবেশদূষণের ফলে উষ্ণায়ন বেড়ে যাওয়ায় জলবায়ুতে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে যার ফলে অতিরিক্ত গরমের সম্মুখীন হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। তুলনামূলকভাবে উত্তরের জেলা গুলি হিমালয়ের পাদদেশে হওয়ায় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে উত্তরবঙ্গে।
আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ শতাংশ গাছ, লকডাউনেও বেড়েছে ডিজেল ও পেট্রোলের গাড়ি পাশাপাশি এসি ও রিফ্রেইজারেটরের ব্যবহার গরমের তীব্রতা বাড়ানোর জন্য দায়ী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস একেবারেই নেই বললে চলে।

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে আগামী ২-৩ দিনে। বাড়বে সার্বিক তাপমাত্রাও। তবে মধ্যপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমের বাতাস ঢুকতে শুরু করেছে আমাদের রাজ্যে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই পরিস্থিতি আপাতত পরিবর্তন হবে না বলেই অভিমত আবহাওয়াবিদদের।