মঙ্গলবার আইপিএলে মুখোমুখি লিগের ফার্স্ট বয় আর সেকন্ড বয়। আইপিএলে মঙ্গলবার দুই ভাইয়ের টক্কর। একদিকে লোকেশ
রাহুলের নেতৃত্বাধিন লক্ষ্মৌ সুপার জায়ান্টস। সেই দল রয়েছে লিগের শীর্ষে। ক্রুণাল পান্ডিয়া, দিপক হুডারা দুরন্ত ফর্মে রয়েছেন।
দেখে বোঝা যাবে না এবার তারা প্রথম আইপিএলে খেলছেন। 11 ম্যাচে তাঁদের পয়েন্ট সংখ্যা 16। শেষ ম্যাচেও কলকাতা নাইট
রাইডার্সকে কার্যত দুর্মুষ করে দিয়েছে নবাগত এই দল। আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ ভালো জায়গাতেই রয়েছে লক্ষ্মৌ
শিবির। তাই জয়ের ধারা অব্যাহত রাখাই তাঁদের প্রধান কাজ। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধিন গুজরাট টাইটান্স লিগের
প্রথম স্থানে বেশ কয়েকদিন ধরে থাকলেও শেষ দুই ম্যাচেই হারতে হয়েছে গুজরাটকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর গত
ম্যাচে মুম্বইয়ের বিপক্ষেও হারতে হয় হার্দিক পান্ডিয়ার দলকে। রশিদ খান, ডেভিড মিলাররা শেষ কয়েকটা ম্যাচে সেই চেনা
ফর্মে নেই। তবে বঙ্গতনয় ঋদ্ধিমান সাহা অবশ্য সুযোগের সদব্যবহার করেই চলেছেন।

গত ম্যাচেও অনবদ্য অর্ধশতরান করেন ঋদ্ধি। ফলে ক্রুণাল, রাহুলদের বিপক্ষে জয় পেতে ওপেনিংয়ে বড় পার্টনারশিপ চাইছে হার্দিক পান্ডিয়ারা। লক্ষ্মৌকে হারিয়ে ফের
লিগের শীর্ষস্থানে চলে আসাটাই এখন প্রধান লক্ষ্য লকি ফার্গুসন, আলজারি জোসেফদের। দুই দলের আইপিএলে প্রথম সাক্ষাত
হয়েছিল 28 মার্চ। সেই ম্যাচে লক্ষ্মৌকে হারিয়ে দিয়েছিল গুজারাট। টানটান থ্রিলারের ম্যাতে মাত্র ২ বল বাকি থাকতে শেষ হাসি
হেসেছিল হার্দিক পান্ডিয়ারা। এবার মধুর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় লক্ষ্মৌ শিবির। পরপর দুই ম্যাচ হারায় গুজরাটের
আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। এই সুযোগেই তাদের হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে লক্ষ্মৌ বাহিনী। দুই দলের মধ্যে যেই
দলই জিতবে, আইপিএলের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সেই দলের। তাই মঙ্গলবারের ম্যাচকে হাল্কাভাবে দেখতে নারাজ গুজরাট,
লক্ষ্মৌ দুই দলই।