রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক; শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের বিজেপির একাধিক শীর্ষ নেতারা। ছিলেন শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সুকান্ত মজুমদার এবং অমিত মলবীয়। পাতে ছিল নানান নিরামিষ পদ। ঘন্টা খানেক থেকে নৈশভোজ সেরে বেরিয়ে যান তাঁরা। মহারাজের বাড়িতে বাঙালি ভোজন বেশ পছন্দই অতিথিদের। অতিথি আপ্যায়নে ব্যাস্ত ছিলেন মহারাজের স্ত্রী। যদিও এই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। অন্যদিকে শাহের সঙ্গে নৈশভোজের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এক সঙ্গে মঞ্চে দেখাগেলো সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা পুরোসভার মেয়র ফিরহাদ হাকিম কে। যা নিয়ে বাড়ছে রাজনৈতিক জল্পনা। নিঃসন্দেহে দিদির খুব কাছের মানুষ তিনি।
কেন্দ্রে যেমন মোদী সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রয়েছে তাঁর ঘনিষ্ঠতা। পাশাপাশি সৌরভের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের দাবী গতকাল নৈশভোজে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি কিন্তু সবার জল্পনা উস্কে আজ মন্তব্য করেছেন, ‘সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন’। তাহলে কি মহারাজ দুই দলের সঙ্গে সামঞ্জস্য রাখছেন? নাকি সবই লোক দেখানোর রাজনীতি।