সুচারু মিত্র, সাংবাদিক ঃ এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রীকে রাজ্যসভায় যাওয়ার জন্য প্রস্তাব, সূত্রের খবর এই প্রস্তাবে রাজি রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে এর আগে বহুবার অ্যাপ্রচ করা হয়েছিল রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য কিন্তু তাতে রাজি হননি বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী, তাই ঘুরপথে তার স্ত্রীকে রাজ্যসভায় পাঠিয়ে বার্তা দিতে চায়ে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রপতির কাছে মনোনয়নের জন্য পাঠানো হতে চলেছে ডোনা গঙ্গোপাধ্যায় এর নাম।
রাজ্যসভায় যেতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায়…
রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে যেতে পারেন রাজ্যসভায়…
পশ্চিমবঙ্গ থেকে এত দিন দুজন রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভায় ছিলেন…
স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ছিলেন…
তাঁদের দুজনেরই মেয়াদ শেষ…
বাংলা থেকে অন্তত একজনকে নতুন করে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবছে কেন্দ্র…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনার নাম অগ্রগণ্য বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে…
অমিত শাহ ৬ মে সৌরভের বাড়িতে নৈশভোজে যাওয়ায় সে জল্পনা আরও বেড়েছে…
তবে বিজেপি নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না…
তবে সৌরভ বা ডোনার রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা তাঁরা নস্যাৎও করছেন না