Date : 2023-12-06

ঠাসা কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে অমিত শাহ, রাজ্যের সংগঠনের নজর অমিতের।

সুচারু মিত্র, সাংবাদিক ঃ 3 দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ, সরকারি কর্মসূচি থেকে দলীয় সভা,বৈঠক, বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে তিন দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। রাজ্যে বিজেপির সংগঠনের কি অবস্থা রয়েছে তারও তথ্য নেবেন অমিত শাহ। 2024 এর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নেওয়া যাক এবার বঙ্গে শাহের সফর।

অমিত শাহের সফরসূচী
4 মে রাতে কলকাতায় আসছেন তিনি, রাত্রি যাপন করবেন রাজারহাটের একটি হোটেলে।

5 মে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুরে বিএসএফ জওয়ান দের সাথে মধ্যাহ্নভোজ।

ওইদিনই শিলিগুড়িতে রওনা দেবেন অমিত শাহ, অংশ নেবেন জনসভায়।
5 তারিখ রাত্রি যাপন করবেন শিলিগুড়িতে অমিত শাহ।
6 মে উত্তরবঙ্গের তিনবিঘা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দুপুরে কলকাতায় ফিরছেন অমিত শাহ, বিধায়ক এবং সাংসদদের নিয়ে করবেন বৈঠক।

বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।
রাতে বিশিষ্টজনদের সাথে বৈঠকের পর দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।