ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : কেন্দ্রের তরফে কোনও আইনজীবী নেই, মার খাচ্ছে একাধিক মামলা, বৃহস্পতিবার অতিরিক্ত সলিসিটর জেনারেলদের এজলাসে ডেকে ভৎসনা করল হাইকোর্ট। কেন্দ্রের তরফে কোনও আইনজীবী নেই। তাই দিনের পর দিন মার খাচ্ছে একাধিক মামলা। এ নিয়ে এবার অতিরিক্ত সলিসিটর জেনারেলদের এজলাসে ডেকে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির স্পষ্ট বার্তা, এরপরও যদি কোন ব্যবস্থা না হয় তাহলে আমরা জুডিশিয়াল অর্ডার জারি করে বিষয়টি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠাবো। বিচারপতি আরও বলেন, কেন্দ্রের তরফে কোনো আইনজীবী না থাকায় মামলার পাহাড় জমছে। বিশেষত মাদক মামলাগুলির কোনও বিচার করা যাচ্ছে না।
বিচারপতি বাগচির প্রশ্ন, ক্রিমিনাল মামলা গুলিতে রাজ্যের তরফে সব সময়ের জন্য কোনো না কোনো আইনজীবী উপস্থিত থাকেন। কিন্তু অন্ততপক্ষে ২০ থেকে ৩০ জন আইনজীবী কেন্দ্রীয় প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও কেন আপনাদের তরফে কোনও আইনজীবী থাকবেন না? আমরা কি এবার জুডিশিয়াল অর্ডার জারি করব? বিচারপতির এই বক্তব্যের পরই অতিরিক্ত সলিসিটররা আদালতকে আশ্বস্ত করেন আগামীকাল থেকেই তাদের তরফে আইনজীবী নিয়োগ করা হবে। এবং প্রাথমিকভাবে আইনজীবী অমজিৎ দে-র নাম প্রস্তাব করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য।