Date : 2024-03-28

উত্তর প্রদেশের পর এবার রাজস্থানে ধর্ষণের ঘটনায় কাঠগড়ায় পুলিশ।

ঋক পুরকায়স্থ, নিউজ ডেস্ক:- উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানে। আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো ধর্ষণের। এবার কাঠগড়ায় ৫৯ বছরের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ইতিমধ্যেই ওই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে। রাজস্থানের ঝালওয়ারের ভালতা থানা এলাকার বাসিন্দা এক মহিলা গত জানুয়ারি মাসে তার শশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই তদন্তের দায়িত্ব এসে পড়ে ৫৯ বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর জগদীশ প্রসাদের উপর। এই মামলার তদন্ত ভার নেওয়ার পর থেকেই ওই মহিলাকে নানান ভাবে উত্য়ক্ত করা হতো। তাকে অকারনে ফোন করা হতো। এবং বিনা কারণে তাকে থানায় ডাকা হতো।

রাজস্থান পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত সোমবার রাতে গ্রামের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখন ওই পুলিশ অধিকারিক তাকে বাইরে ডাকেন। নিজের বাইকে বসিয়ে তাকে নিয়ে চলে যান পাশের জঙ্গলে। অভিযোগ, সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশ আধিকারিক। তারপর ভয় দেখিয়ে নিজেই ওই মহিলাকে বিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যান। নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সমস্ত ঘটনা জানান। তারপরই তারা ওই পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই আদিবাসী মহিলার করা মামলার জেরে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মণিকা সেন। প্রাথমিক তদন্তের পর তিনি ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর জগদীশ প্রসাদকে সাসপেন্ড ও গ্রেফতার করেন। শুধু তাই নয়, ওই আধিকারিক সাসপেন্ডের পর কোনও সুযোগ সুবিধা পাবেননা। মাস ছয়েকের মধ্যেই ওই পুলিশ আধিকারিকের অবসর নেওয়ার কথা ছিল। অর্থাত্ অবসরের পর কোনও সুযোগ সুবিধা পাবেন না তিনি। কংগ্রেস শাসিত রাজস্থানে বেশ কয়েক মাস ধরেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এই রাজ্যে দফায় দফায় গোষ্টী সংঘর্ষের অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি খুন ও ধর্ষণ যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। যা পাঞ্জাবের রাজ্য সরকারের ভাবমুর্তি নিয়ে প্রশ্ন করছে।