Date : 2024-04-26

মোহনবাগানকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিল বাংলা

প্রস্তুতি ম্যাচে মোহনবাগানকে হারিয়ে দিল বাংলা ফুটবল দল{ আইএফএ একাদশের নামে বৃহস্পতিবার মোহনবাগানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেমেছিল রঞ্জন ভট্টাচার্যের দল{ সেই ম্যাচে এটিকে মোহনবাগানের পূর্ণশক্তির দলকেই 1-0 গোলে হারিয়ে দেয় বাংলা দল যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন ম্যাচে বাংলার হয়ে গোল করেন তুহিন দাস। মোহনবাগানের বিদেশিতে ভরা দলই এদিন খেলে বাংলার বিপক্ষে। তাই জয়ের পর স্বাদটা আরেকটু বেশি বাংলার ফুটবলারদের কাছে। ফার্দিন, মহিতোষরা এদিন যে ফুটবলটা খেললেন তা দেখে হাত কামরাচ্ছেন বাংলা কোচ রঞ্জন ভট্টাচার্য। এই খেলাটা যদি কেরলের বিপক্ষে ফাইনালে বাংলার ফুটবলাররা খেলতে পারতেন তাহলে ট্রফিটা যে জিতে আসতে পারত বাংলা। আক্ষেপ থাকলেও সামনের দিকেই তাকাচ্ছেন বাংলা কোচ। রঞ্জন ভট্টাচার্যের এখন টার্গেট অবশ্য তার দলের ফুটবলারদের বড় ক্লাবের অফার পাইয়ে দেওয়া। কোচ হিসেবে বাংলার ফুটবলাররা বড় জায়গায় চলে গেলে একটা শান্তি পাবেন বাংলার কোচ। তাই ফুটবলারদের ম্যাচের আগে বরানগরের রঞ্জন বলেছিলেন, যাতে তারা জুয়ানের সামনে পারফর্ম করে। জুয়ান ফেরান্দোর সামনে ভালো খেললে যে মোহনবাগানেও সুযোগ পেতে পারে। সেই মতো কোচের কথা শুনে ফুটবলাররাও নিজেদের উজার করে দিলেন। মোহনবাগান দল ম্যাচে আধিপত্য রেখে খেললেও এই জয় অবশ্যই বাড়তি অক্সিজেন দেবে তুলনামুলক নবাগত দিলিপ ওরাঁও, তন্ময় ঘোষ, মহিতোষ রায়, মনোতোষ চাকলাদারদের। দলের এই জয়ের পর তৃপ্তীর সুর আইএফএ সচিবের জয়দীপ মুখোপাধ্যায়ের গলাতেও।