Date : 2024-03-28

স্থলভাগের আরও কাছে এগিয়ে এল অশনি – কমছে ল্যান্ডফলের সম্ভাবনা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ যত সময় গড়াচ্ছে ততই স্থলভাগের কাছাকাছি এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। তবে ক্রমশ কমছে তার গতিবেগ। সোমবার সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল সকালের মধ্যেই উপকূলের কাছাকাছি চলে আসবে অশনি।

দুপুরের পর আরও খানিকটা এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় অশনি। তবে কমল গতিবেগ। দুপুর আড়াইটে থেক ১৬ কিমি বেগে এগোচ্ছে অশনি।
এই মুহুর্তে পুরী থেকে দূরত্ব ৫৯০ কিমি দক্ষিণে। পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব ৮৬০ কিমি দূরে। বিশাখাপত্তনম থেকে ৪১০ কিমি দূরে আছে অশনি।
আগামী ২৪ ঘন্টার মধ্যেই শক্তি ক্ষয় হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি।

সকাল থেকেই দিনভর দফায় দফায় ভিজেছে কলকাতা। একাধিক জায়গায় জল জমে যায়। বিকেল ৫.৩০টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ—

আলিপুর- ৫৮.০ মিলিমিটার
দমদম- ২৩.০ মিলিমিটার
সল্টলেক – ৬১.০ মিলিমিটার
ডায়মন্ড হারবার – ১১.০ মিলিমিটার
হলদিয়া- ৪৪.০ মিলিমিটার।

আলিপুর জানাচ্ছে হয়তো এই ঘূর্ণিঝড়ের কোন ল্যান্ডফল হবে না কারণ যত স্থলভাগের কাছে এগিয়ে আসছে সে তত তার শক্তিক্ষয় হবে। তবে ল্যান্ড ফল না হলেও অশনির প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকা গুলোতে।

আগামীকাল থেকে কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রাজ্য জুড়ে এই আবহ চলবে ১৩ তারিখ অবধি। ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।