Date : 2024-04-25

ইংলিশ প্রিমিয়ার লিগে আসছেন হালান্ড, দৌড়ে ম্যান সিটি

চলতি বছরেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে আর্লিং হালান্ডকে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই তারকা স্ট্রাইকারকে

ইংল্যান্ডে আনতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজমেন্ট। চলতি মরসুমের শেষেই নরওয়ের এই তারকা ফুটবলারকে বিক্রি করার

সিদ্ধান্ত নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান বরুশিয়া বরাবরই ফুটবলার তৈরি করে বিভিন্ন ক্লাবে বিক্রি করে থাকে। তালিকায়

রবার্ট লেওনডোস্কি, থেকে আউবামেয়াং অনেকেই আছেন। এবার সেই তালিকাতেই যুক্ত হচ্ছে আর্লিং হালান্ডের নাম। ইংল্যান্ডের

চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে সার্জিও আগুয়েরোর পরিবর্ত হিসেবে যোগ দিতে চলেছেন নরওয়ের এই ওয়ান্ডার কিড। চলতি

বছরেই ফুটবলকে বিদায় জানান সার্জিও অ্যাগুয়েরো। হৃদযন্ত্রে সমস্যার জন্য তাঁকে সিটি থেকে বিদায় নিতে হয়। ফলে ম্যান

সিটির পজিটিভ স্ট্রাইকারের সংখ্যা কমে গেছে। গ্যাব্রিয়েল জেসাসের পাশাপাশি আরও একজন পজিটিভ বক্স স্ট্রাইকার খুজছিলেন

পেপ গুয়ার্দিওয়ালা। আর্লিংকে পেতে তাই ঝাপাচ্ছেন ম্যান সিটির কর্তারা। বরুশিয়া থেকে তাঁকে সই করানোর ব্যাপারে সিটি

এগিয়ে থাকলেও দৌড়ে রয়েছে লিভারপুলও। কারন মরসুম শেষে তাদের দল ছাড়তে পারেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও

মানে। শোনা যাচ্ছে সাদিও মানেকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, সেক্ষেত্রে হালান্ডের জন্য অনেক দুর যেতে পারে লিভারপুলও।

সাদিও দল ছাড়লে সেই ক্ষতি মেরামত করতে হালান্ডকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে য়ুরগেন ক্লপের দল। তবে আপাতত

পাল্লা ভারি পেপ গুয়ার্দিওয়ালার সিটির দিকেই।