Date : 2024-05-03

ত্রিপুরা আসাম মেঘালয় সহ আট রাজ্যের দায়িত্বে দিলীপ ঘোষ, বাংলা সংগঠনে ফ্যাকাশে দিলীপ?

সুচারু মিত্র, সাংবাদিক: আসাম, ত্রিপুরা ,মেঘালয়, সহ আট রাজ্যের দায়িত্বে এবার দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে এই দায়িত্ব এবার তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুথ সশক্তিকরণ কর্মসূচির দায়িত্ব এবার দিলীপ ঘোষের কাঁধে। বাংলার এই দাপুটে বিজেপি নেতাকে হঠাৎ ভিন রাজ্যেল দায়িত্বে কেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি বাংলা থেকে সরানোর জন্যই দিলীপকে ভিন রাজ্যের দায়িত্ব অর্পণ করা হল? দলের অন্যতম সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এর ক্ষেত্রেও এই ঘটনাই ঘটেছে, বাংলা থেকে দিলীপকে সরিয়ে খুব একটা লাভ পাবে কি বঙ্গ বিজেপি? উঠতে শুরু করেছে দলের অন্দরেই সেই প্রশ্ন। যদিও ঘনিষ্ঠমহলে দিলীপ ঘোষ বলেছেন দল তাকে যা দায়িত্ব দেবে তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এমনিতেই বর্তমান রাজ্য নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে অধিকাংশ নেতার, তার ওপর বাড়তি দায়িত্ব দিয়ে দিলীপকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কে মেনে নেবে দিলীপ লবির নেতারা।

বর্তমান রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের কাজ করার পদ্ধতিতে দিলীপ ঘোষ কি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন? অথচ বাংলায় বিজেপির উত্থান দিলীপ ঘোষের আমলেই, 2024 এর লোকসভা নির্বাচনের আগেই আট রাজ্যের দায়িত্ব দিয়ে দিলীপকে বাংলা থেকে ফ্যাকাশে করে দেওয়ার পরিকল্পনা তবে ক্মর? চলতি মাসেই ভিন রাজ্যের সংগঠনের দিকে নজর দিতে শুরু করবেন দিলীপ ঘোষ।