Date : 2024-04-26

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ইকুয়েডর, ভুঁয়ো তথ্য প্রদানের অভিযোগ


বিশ্বকাপের আগে জল্পনা তুঙ্গে। কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে যোগ্যতা অর্জন করে ফেলা ইকুয়েডর। কলম্বিয়ান এক

ফুটবলারের বাইরন ক্যাস্টিলোর নাগরিকত্ব নিয়ে সমস্যা দেখা দেওয়ায় এই নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। চিলি ফুটবল দল

ইকুয়েডরের বিরুদ্ধে অভিযোগ জানায়, বাইরন ক্যাস্টিলো নামে এক ফুটবলার ইকুয়েডর জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা

অর্জনপর্বের ম্যাচে খেলেছে। পরবর্তী সময় সেই দল কাতার বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলেছে। কিন্তু বাইরনের বিপক্ষে

অভিযোগ ভুয়ো জন্মতারিখ দেখিয়ে ইকুয়েডরের নাগরিকত্ব নিয়েছে সে। ফলে শুধুমাত্র বাইরন একাই নয়, ইকুয়েডর ফুটবল

সংস্থাও এর সঙ্গে জড়িত বলে মনে করছেন চিলি ফুটবল দল । যদিও এই অভিযোগের সত্যতা প্রকাশ পায়, সেক্ষেত্রে বিশ্বকাপের

খেলার সুযোগ হাতছাড়া হতে পারে ইকুয়েডরের। ফিফার শাস্তি স্বরুপ ইকুয়েডর যদি ছিটকে যায় সেক্ষেত্রে 2022 বিশ্বকাপে

খেলার সুযোগ পাবে চিলি ফুটবল দল। কারণ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চিলি। বেশ কয়েক বছর পর এই প্রথম চিলি ফুটবল

দল এবারের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছে। এবারের যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করে চিলি

ফুটবল দল। চতুর্থ স্থানে শেষ করে বিশ্বকাপের টিকিট হাতে পায় ইকুয়েডর ফুটবল দল।