Date : 2024-04-16

কলেজে অধ্যক্ষ নিয়োগে তৎপর রাজ্য সরকার।অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন

নাজিয়া রহমান, সাংবাদিক : স্কুলের প্রধান শিক্ষকের পর এবার কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। তিন বছর বাদে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে, অধ্যক্ষ পদের জন্য ১০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। এবার কলেজে অধ্যক্ষ নিয়োগে তৎপর রাজ্য সরকার। যে সমস্ত কলেজে অধ্যক্ষ পদ শূন্য তা পূরণ করতেই এই উদ্যোগ। ২০১৯-এর পর তিন বছর বাদে ফের অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। প্রসঙ্গত রাজ্যের প্রায় ২০ শতাংশ কলেজের অধ্যক্ষের পদ ফাঁকা রয়েছে যা পুরোন করতে উদ্যোগী উচ্চশিক্ষা দফতর। এবার অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। অধ্যক্ষ নিয়োগে যোগ্যতার মান হিসেবে যেগুলো দেখা হচ্ছে।

এবার প্রথম অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে। আবেদনকারীদের ‘রির্সাচ স্কোর’ দেখা হবে। গবেষণার পাশাপাশি আগের মত অ্যাকাডেমিক স্কোরকেও গুরুত্ব দেওয়া হবে। ৪০-৫৫ বছর বয়সীরা কলেজের অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি ৫ হাজার টাকা। আবেদনকারীর স্নাতকোত্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। থাকতে হবে পিএইচডি ডিগ্রিও।রাজ্যের কলেজগুলিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগ করতে শূন্যপদ পুরোন করতে চাই শিক্ষাদফতর। ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশন-এর মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অধ্যাপক ও অধ্যক্ষ নিয়োগের ফলে কলেজগুলিতে পঠনপাঠনে ও পরিচালনায় আরও গতি আসবে বলে মত শিক্ষকমহলের একাংশের।