Date : 2024-03-29

থমাশ কাপ জয়ের পিছনে এক হোয়াটসঅ্যাপ গ্রুপ, রহস্য জানালেন কিদাম্বি শ্রীকান্ত

থমাশ কাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় ব্যাডমিন্টন দল। রবিবারই প্রথমবার থমাশ কাপে সোনা জিতেছে ভারত। কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা ইতিহাস তৈরি করেছেন ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দিদের হারিয়ে। ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী থেকে ক্রীড়ামন্ত্রী, সকলেরই শুভেচ্ছা পেয়েছেন তারা। এবার নিজেরাই এই জয়ের পিছনে অন্যতম কারণ প্রকাশ করলেন কিদাম্বি শ্রীকান্থরা। তারা জানালেন, টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে নিজেদের উদ্বুদ্ধ করার জন্য একটি হোয়াটসপ গ্রুপ তৈরি করেছিলেন খেলোয়াড়রা। সেই গ্রুপেই বিভিন্ন রকম পোস্ট করে নিজেদের উদ্বুদ্ধ করতে খেলোয়াড়রা। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেওয়া হয়েছিল উই উইল ব্রিং ইট হোম, অর্থাত্ আমরা তাকে ঘরে নিয়ে আসব। বলতে বাকি থাকে না, থমাশ কাপের ট্রফিকেই দেশে নিয়ে আসার জন্য এমন নামকরণ দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের। প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের নাম প্রকাশ হওয়ার পরই এই গ্রুপ তৈরি করা হয়, বলছেন কিদাম্বি শ্রীকান্থ। তার কথায়, দল যখন ঘোষণা হয়, তখন কোরিয়া মাস্টার্স খেলতে ব্যস্ত ছিলেন তাঁরা। সেই সময় খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে এই গ্রুপ তৈরি করা হয়েছিল। নিজেদের থেকে ভালো শিক্ষক যে আর কেউ হয় না, তাই একে অপরকে তৈরি করার এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য দায়িত্ব নিয়েছিলেন দলের শাটলাররাই। গ্রুপে মাঝে মধ্যেই একে অপরের আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করতেন কিদাম্বি শ্রীকান্তরা। ট্রফি জয় যে সমভব, সেই নিয়ে সব সময় আলোচনা করতেন লক্ষ্য, শ্রীকান্তরা। তাই ফলশ্রুতি ভারতের এই অনবদ্য জয়, ইতিহাস রচনা করে বলছেন সোনা জয়ের নায়ক শ্রীকান্ত।