Date : 2024-04-19

হাতের হাত ছাড়লেন কপিল সিব্বল

ঋক পুরকায়স্থ, নিউজ ডেস্ক ঃ বড় ধাক্কার সম্মুখীন হাত শিবির। এবার কংগ্রেস ছাড়লেন বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর সদস্য তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। বুধবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের উপস্থিতিতে রাজ্যসবার সাংসদ পদের জন্য মনোনয়ন পেশ করেন কংগ্রেসের প্রাক্তন নেতা। যদিও এপ্রসঙ্গে কংগ্রেস এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। বুধবার উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হিসাবে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন পেশ করেন কংগ্রেসের প্রাক্তন নেতা। তিনি জানান, আমি নির্দল প্রার্থী হিসাবে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলাম। বরাবারই দেশের জন্য মুক্ত কন্ঠ হতে চেয়েছি। সংসদে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে কথা বলার থেকে স্বাধীন কন্ঠ হিসাবে মত প্রকাশ করা অনেকটা বেশি গ্রহনযোগ্য। এবার সেই কাজটাই করতে চেয়েছি। একই সঙ্গে কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, দলে আর একজনও সিরিআস নেতা নেই।

তবে সপা প্রধান অখিলেশ যাদব বলেন, কপিল সিব্বল মনোনয়ন পেশ করেছেন। আরও দুজন রাজ্যসভায় যেতে পারেন। সিব্বল বর্ষীয়ান আইনজীবি এবং সফল সাংসদ। আশা করি তিনি নিজের এবং সপার মতামত সঠিক ভাবে তুলে ধরবেন। সমাজবাদী পার্টির নেতা আজম খানের হয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়েছেন কপিল সিব্বল। দুবছর জেল খাটার পর আপাদত মুক্তি পেয়েছেন আজম। তারপরই সপার সমর্থনে রাজ্যসভার হয়ে সাংসদ পদে লড়ছেন কপিল সিব্বল। এদিকে গত কয়েক বছর ধরেই কংগ্রেস নেতৃত্বের কঠোর সমালোচনা করতে দেখা গিয়েছে। তারপরই কংগ্রেস সম্পর্কে এমন মন্তব্য কার্যত রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে।