Date : 2024-04-19

শনিবার আইপিএলে মাস্ট উইন ম্যাচ নাইটদের, লক্ষ্মৌয়ের মুখোমুখি কলকাতা

শনিবার আইপিএলের মাস্ট উইন ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের প্রতিপক্ষ লক্ষ্মৌ সুপার জায়ান্টস৤ আইপিএলে বেশ ভালো জায়গায় রয়েছে লোকেশ রাহুলদের লক্ষ্মৌ। ফলে ফেভারিট হিসেবেই নাইটদের বিপক্ষে নামবে ক্রুণাল পান্ডিয়া, দীপক হুডারা। 10 ম্যাচে তাঁদের পয়েন্ট সংখ্যা চলে। এটাই প্রথম সাক্ষাত্ দুই দলের। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে একটা ম্যাচ জিতলেই হবে না। এখন যা পরিস্থিতি তাতে প্রতি ম্যাচেই জিততেই হবে শ্রেয়স আইয়ারের দলকে। রিঙ্কু সিং গত ম্যাচে মিডল অর্ডারে নাইটদের ভরসা দিয়েছেন। তবে ভেঙ্কটেশ আইয়ারের খারাপ ফর্ম অব্যাহত রয়েছে এখনও। লিগের শুরু থেকে এখনও পর্যন্ত নিজের হারানো ফর্ম ফিরে পাননি ভেঙ্কি। ফলে তাকে নিয়ে বেজায় চিন্তায় ব্রেন্ডন ম্যাককালাম এবং শ্রেয়স আইয়ার। গত ম্যাচে তাঁর পরি঵র্তে অ্যারণ ফিঞ্চকে দলে এনেছিল নাইট শিবির। অ্যারণ ফিঞ্চও তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে ব্যাটিং নিয়ে চিন্তা যাচ্ছে না কলকাতার। বোলিং বিভাগে অ঵শ্য সুনীল নারিন ফের একবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তবে তাঁর সেই ঝাঁঝালো ব্যাটিং নজরে পড়ছে না। দলগতভাবে নাইটরা লোকেশ রাহুলদের বিপক্ষে খেলতে না পারলে,এবারের আইপিএল যে তাঁদের কাছে কার্যত শেষ হয়ে যাবে তা বলাই যায়। 2022 সালের আইপিএলের শুরু থেকেই দুরন্ত গতিতে ছুটছে অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট। দীপক হুডাও মিডল অর্ডারে রান পাচ্ছেন। ইতিমধ্যেই 10 ম্যাচে 451 রান করে ফেলেছেন রাহুল। ফলে রাহুলের ওপর যে দল বা়ড়তি নির্ভর তা বলাই যায়। কুইন্টন ডি কক, আয়ুশ বাদোনিরাও ধারাবাহিকভাবে খেলছেন, যা অক্সিজেন দিচ্ছে লক্ষ্মৌয়ের নবাগত দলকে। এখন দেখার কলকাতা লক্ষ্মৌ দ্বৈরথে শেষ হাসি হাসে কোন দল।