Date : 2024-04-19

শনিবার মরণ বাঁচন ম্যাচ নাইটদের, প্রতিপক্ষ সানরাইজার্স

শনিবার আইপিএলে মাস্ট উইন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচে হার মানেই আইপিএল থেকে কার্যত ছিটকে যাবে কলকাতা। 12 ম্যাচে 10 পয়েন্ট রয়েছে কেকেআরের। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট সংখ্যা এক হলেও ম্যাচ তারা কম খেলেছে একটি। ফলে সেদিক থেকে কিছুটা ভালো জায়গায় রয়েছে হায়দরাবাদ। প্লে অফে যেতে গেলে দুই দলকেই পরের সব ম্যাচই জিততে হবে। এবারের আইপিএলের প্রথম সাক্ষাত্-এ কলকাতাকে হারিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে এই ম্যাচ কলকাতার কাছে প্রতিশোধের ম্যাচ। সানরাইজার্সকে হারালে যেমন সম্মানরক্ষাও হবে তেমন প্লে অফের ক্ষিণ আশাও বেঁচে থাকবে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলদের। এবারের আইপিএলে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্। মোটেই দাগ কাটতে পারেনি। বরং তার বেশ কিছু ভুলই চোখে পড়েছে। সুনীল নারিন প্রায় প্রতি ম্যাচেই দুরন্ত বোলিং করছেন। কিন্তু বাকি বোলাররা তাঁকে সাপোর্ট দিতেই পারছেনা। এই মূহূর্তে গুজরাট, লক্ষ্মৌয়ের আইপিএল প্লে অফে যাওয়া পাকা। প্লে অফের দৌড়ে রাজস্থান এবং আরসিবির সঙ্গে লড়াই রয়েছে কলকাতার। হায়দরাবাদকে হারিয়ে সেই লড়াই জিইয়ে রাখাই এখন প্রধান টার্গেট নাইট ক্রিকেটারদের। কেন উইলিয়ামসনের হায়দরাবাদের কাছেও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন উইলিয়ামসনের ব্যাটে রান না থাকা হায়দরাবাদ ম্যানেজমেন্টের মাথা ব্যথার অন্যতম একটা কারণ। এখন দেখার শনিবাসরিয় সন্ধ্যায় নিজামের শহরকে হারাতে পারে কিনা কলকাতা।